১৯১. | মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়? |
Ο ক) | এক |
Ο খ) | দুই |
Ο গ) | তিন |
Ο ঘ) | চার |
সঠিক উত্তর: (ক)
১৯২. | মিয়োসিসের গুরুত্ব হলো – i. জনুক্রম ii. অপত্য কোষ সৃষ্টি করা iii. ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৯৩. | ঈস্ট কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? |
Ο ক) | অ্যামাইটোসিস |
Ο খ) | মাইটোসিস |
Ο গ) | মিয়োসিস |
Ο ঘ) | সবগুলো |
সঠিক উত্তর: (ক)
১৯৪. | .ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্তর্ভুক্ত- i সেলুন ii বুটিক শপ iii নিজস্ব তহবিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. | নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয় কোন বিভাজনের কারণে? |
Ο ক) | অ্যামাইটোসিস |
Ο খ) | মাইটোসিস |
Ο গ) | মিয়োসিস |
Ο ঘ) | উপরের সবগুলো |
সঠিক উত্তর: (খ)
১৯৬. | বাংলাদেশে বামদানিকৃত পণ্যদ্রব্যগুলো হলো- i খাদ্যসামগ্রী ii পেট্রোলিয়াম iii ঔষদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. | মাতৃকোষের কোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয় কোন বিভাজনের ফলে? |
Ο ক) | অ্যামাইটোসিস |
Ο খ) | মাইটোসিস |
Ο গ) | মিয়োসিস |
Ο ঘ) | উপরের সবগুলো |
সঠিক উত্তর: (গ)
১৯৮. | জীবদেহে কোষ বিভাজন দেখা যায় প্রধানত – i. মাইটোসিস ii. অ্যামাইটোসিস iii. মিয়োসিস নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৯৯. | এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলে কী তৈরি হয়? |
Ο ক) | অপত্য কোষ |
Ο খ) | জনন কোষ |
Ο গ) | কোষ প্লেট |
Ο ঘ) | দেহকোষ |
সঠিক উত্তর: (গ)
২০০. | প্রতিটি জীবের জীবন শুরু হয় কয়টি কোষ থেকে? |
Ο ক) | একটি কোষ থেকে |
Ο খ) | দুটি কোষ থেকে |
Ο গ) | বহুসংখ্যক কোষ থেকে |
Ο ঘ) | তিনটি কোষ থেকে |
সঠিক উত্তর: (ক)
২০১. | স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোকে কী বলে? |
Ο ক) | স্পিন্ডল তন্তু |
Ο খ) | স্পিন্ডল ফাইবার |
Ο গ) | স্পিন্ডল অ্যাপারেটাস |
Ο ঘ) | স্পিন্ডল তন্ত্র |
সঠিক উত্তর: (ক)
২০২. | সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ‘V’ আকার ধারণ করা ক্রোমোজোমকে কী বলে? |
Ο ক) | মেটাসেন্ট্রিক |
Ο খ) | সাব মেটাসেন্ট্রিক |
Ο গ) | অ্যাক্রোসেন্ট্রিক |
Ο ঘ) | টেলোসেন্ট্রিক |
সঠিক উত্তর: (ক)
২০৩. | অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে কেন? |
Ο ক) | আকর্ষণ বেড়ে যাওয়ায় |
Ο খ) | বিকর্ষণ বেড়ে যাওয়ায় |
Ο গ) | সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ায় |
Ο ঘ) | ক্রোমাটিড তৈরি হওয়ায় |
সঠিক উত্তর: (খ)
২০৪. | অ্যানাফেজ মাইটোসিসের কততম পর্যায়? |
Ο ক) | ৪র্থ |
Ο খ) | ৩য় |
Ο গ) | ২য় |
Ο ঘ) | ১ম |
সঠিক উত্তর: (ক)
২০৫. | প্রোফেজের বৈশিষ্ট্য হলো – i. নিউক্লিয়াস আকারে বড় হয় ii. ক্রোমোজোমের পানি হ্রাস পায় iii. ক্রোমোজোমে ক্রোমাটিতে ভাগ হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০৬. | বংশপরম্পরায় জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে কোন বিভাজনে? |
Ο ক) | মাইটোসিস |
Ο খ) | দেহকোষ |
Ο গ) | অ্যামাইটোসিস |
Ο ঘ) | মিয়োসিস |
সঠিক উত্তর: (ঘ)
২০৭. | অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কেমন হয়? |
Ο ক) | V |
Ο খ) | L |
Ο গ) | J |
Ο ঘ) | I |
সঠিক উত্তর: (গ)
২০৮. | নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়? |
Ο ক) | অ্যামাইটোসিস |
Ο খ) | মাইটোসিস |
Ο গ) | মিয়োসিস |
Ο ঘ) | সবগুলো |
সঠিক উত্তর: (খ)
২০৯. | কোষ বিভাজন ঘটে কেন? |
Ο ক) | জীবের বৃদ্ধির উদ্দেশ্যে |
Ο খ) | প্রজননের উদ্দেশ্যে |
Ο গ) | জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে |
Ο ঘ) | জীবের অভিযোজনের উদ্দেশ্যে |
সঠিক উত্তর: (গ)
২১০. | অ্যামাইটোসিসের ঘটে - i. কোষ প্রাচীরের মধ্য ভাগ ভিতরে ঢুকে যায় ii. সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয় iii. দুই অপত্য কোষ সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১১. | জীবদেহের ক্ষত স্থান পূরণ করতে কে ভূমিকা রাখে? |
Ο ক) | মিয়োসিস |
Ο খ) | মাইটোসিস |
Ο গ) | লিপটোটিন |
Ο ঘ) | অ্যামাইটোসিস |
সঠিক উত্তর: (খ)
২১২. | জীবদেহে কোষ বিভাজন কত প্রকার? |
Ο ক) | এক প্রকার |
Ο খ) | দুই প্রকার |
Ο গ) | তিন প্রকার |
Ο ঘ) | চার প্রকার |
সঠিক উত্তর: (গ)
২১৩. | নিচের কোন পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে? |
Ο ক) | মেটাফেজ |
Ο খ) | টেলোফেজ |
Ο গ) | অ্যানাফেজ |
Ο ঘ) | প্যাকাইটিন |
সঠিক উত্তর: (খ)
২১৪. | মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কতবার বিভক্ত হয়? |
Ο ক) | এক |
Ο খ) | দুই |
Ο গ) | তিন |
Ο ঘ) | চার |
সঠিক উত্তর: (ক)
২১৫. | অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন বিভাজনে? |
Ο ক) | অ্যামাইটোসিস |
Ο খ) | মাইটোসিস |
Ο গ) | মিয়োসিস-১ |
Ο ঘ) | মিয়োসিস-২ |
সঠিক উত্তর: (গ)
২১৬. | মাইটোসিস প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে? |
Ο ক) | ৩ |
Ο খ) | ৪ |
Ο গ) | ৫ |
Ο ঘ) | ৬ |
সঠিক উত্তর: (গ)
২১৭. | মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায় কোনটি? |
Ο ক) | মেটাফেজ |
Ο খ) | টেলোফেজ |
Ο গ) | প্রফেজ |
Ο ঘ) | এনাফেজ |
সঠিক উত্তর: (খ)
২১৮. | টেলোফেজের ক্ষেত্রে বলা যায় – i. এটি মাইটোসিসের শেষ পর্যায় ii. এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে iii. নিউক্লিয়াসের পুন:আবির্ভাব ঘটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১৯. | প্রতিটি জীবের জীবন শুরু হয় কিভাবে? |
Ο ক) | একটি কোষ দিয়ে |
Ο খ) | দুইটি কোষ দিয়ে |
Ο গ) | তিনটি কোষ দিয়ে |
Ο ঘ) | চারটি কোষ দিয়ে |
সঠিক উত্তর: (ক)
২২০. | কোষ বিভাজন পর্যবেক্ষণের জন্য স্লাইড তৈরির সময় ব্যবহৃত হয় – i. কভার স্লিপ ii. গ্লিসারিন iii. আলো নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২২১. | মাইটোসিস বিভাজন কোথায় ঘটে? |
Ο ক) | জাইগোটে |
Ο খ) | সাইটোপ্লাজমে |
Ο গ) | মাইটোকন্ড্রিয়ায় |
Ο ঘ) | জীবের কোষে |
সঠিক উত্তর: (ঘ)
২২২. | মিয়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়? |
Ο ক) | এক |
Ο খ) | দুই |
Ο গ) | তিন |
Ο ঘ) | ছয় |
সঠিক উত্তর: (ক)
২২৩. | নিচের কোন পর্যায়ে তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়? |
Ο ক) | মেটাফেজ |
Ο খ) | অ্যানাফেজ |
Ο গ) | টেলোফেজ |
Ο ঘ) | প্যাকাইটিন |
সঠিক উত্তর: (গ)
২২৪. | জীবজগতের গুণগত স্থিতিশীলতা বজায় থাকে কোন বিভাজনের মাধ্যমে? |
Ο ক) | অ্যামাইটোসিস |
Ο খ) | মাইটোসিস |
Ο গ) | মিয়োসিস |
Ο ঘ) | অস্বাভাবিক |
সঠিক উত্তর: (খ)
২২৫. | অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের V আকৃতির নাম কী? |
Ο ক) | মেটাসেন্ট্রিক |
Ο খ) | সাব-মেটাসেন্ট্রিক |
Ο গ) | অ্যাক্রোসেন্ট্রিক |
Ο ঘ) | টেলোসেন্ট্রিক |
সঠিক উত্তর: (ক)
২২৬. | জীবের জনন কোষে কোন বিভাজন ঘটে? |
Ο ক) | অ্যামাইটোসিস |
Ο খ) | মিয়োসিস |
Ο গ) | মাইটোসিস |
Ο ঘ) | দ্বিবিভাজন |
সঠিক উত্তর: (খ)
২২৭. | মাইটোসিসে কোন প্রক্রিয়ায় প্রকৃত কোষের বিভাজন ঘটে? |
Ο ক) | সরাসরি |
Ο খ) | প্রত্যক্ষ প্রক্রিয়ায় |
Ο গ) | একটি ধারাবাহিক প্রক্রিয়ায় |
Ο ঘ) | বিশেষ প্রক্রিয়ায় |
সঠিক উত্তর: (গ)
২২৮. | ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে কোন ধাপে? |
Ο ক) | প্রোফেজ |
Ο খ) | মেটাফেজ |
Ο গ) | টেলোফেজ |
Ο ঘ) | অ্যানাফেজ |
সঠিক উত্তর: (গ)
২২৯. | কোন ধরনের জননের জন্য মাইটোসিস অপরিহার্য? |
Ο ক) | যৌন জনন |
Ο খ) | অযৌন জনন |
Ο গ) | যৌন ও অযৌন জনন |
Ο ঘ) | কোনটি নয় |
সঠিক উত্তর: (খ)
২৩০. | এককোষী জীব কোন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে? |
Ο ক) | মাইটোসিস |
Ο খ) | মিয়োসিস |
Ο গ) | মাইটোসিস ও মিয়োসিস |
Ο ঘ) | কোনটিই নয় |
সঠিক উত্তর: (ক)
২৩১. | নিচের কোনটি বহুকোষী জীব? |
Ο ক) | বটগাছ |
Ο খ) | ব্যাকটেরিয়া |
Ο গ) | অ্যামিবা |
Ο ঘ) | প্লাজমোডিয়াম |
সঠিক উত্তর: (ক)
২৩২. | যদি জনন কোষগুলোর সংখ্যা দেহ কোষের সমান থেকে যায় তা হলে জাইগোট কোষে জীবটির দেহ কোষের ক্রোমোজোম সংখ্যার কতগুণ হয়ে যাবে? |
Ο ক) | দুই গুণ |
Ο খ) | তিন গুণ |
Ο গ) | চার গুণ |
Ο ঘ) | আট গুণ |
সঠিক উত্তর: (ক)
২৩৩. | প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কয় ভাগে বিভক্ত হয়? |
Ο ক) | ২ ভাগে |
Ο খ) | ৩ ভাগে |
Ο গ) | ৪ ভাগে |
Ο ঘ) | ৫ ভাগে |
সঠিক উত্তর: (ক)
২৩৪. | অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় মাইটোসিসের কোন ধাপে? |
Ο ক) | প্রোফেজ |
Ο খ) | প্রো-মেটাফেজ |
Ο গ) | মেটাফেজ |
Ο ঘ) | এনাফেজ |
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. | বাংলাদেশে বাণিজ্য ঘাটতি হওয়ার কারণ কী? |
Ο ক) | পরিচালনাগত অদক্ষতা |
Ο খ) | কালিগরি অক্ষমতা |
Ο গ) | রপ্তানি অপেক্ষা আমদানি বেশি |
Ο ঘ) | শ্রমশক্তির অভাব |
সঠিক উত্তর: (গ)
২৩৬. | অ্যানাফেজ ধাপে মেরুমুখী চলনে ক্রোমোজোমের – i. সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে ii. বাহুদ্বয় অনুগামী থাকে iii. উভয়ই অগ্রগামী থাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৩৭. | হ্যাপ্লয়েড জীবের জাইগোট কোন বিভাজন সংঘটিত হয়? |
Ο ক) | অ্যামাইটোসিস |
Ο খ) | মাইটোসিস |
Ο গ) | মিয়োসিস |
Ο ঘ) | দ্বিবিভাজন |
সঠিক উত্তর: (গ)
২৩৮. | মাইটোসিস কতটি ধারাবাহিক পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়? |
Ο ক) | দুটি |
Ο খ) | তিনটি |
Ο গ) | পাঁচটি |
Ο ঘ) | ছয়টি |
সঠিক উত্তর: (গ)
২৩৯. | মিয়োসিস পদ্ধতিতে মাতৃকোষে কোনটি ঘটে? |
Ο ক) | ভ্রূণ গঠণ ও ভ্রূণের বর্ধন |
Ο খ) | শুক্রাণু, ডিম্বাণু এবং পরাগরেণু উৎপাদন |
Ο গ) | কোষের সংখ্যা বৃদ্ধি |
Ο ঘ) | কোষের আকার আয়তন বৃদ্ধি |
সঠিক উত্তর: (খ)
২৪০. | কোষ বিভাজন হয় না কোন কোষে? |
Ο ক) | উদ্ভিদকোষে |
Ο খ) | প্রাণিকোষে |
Ο গ) | জড়কোষে |
Ο ঘ) | জননকোষে |
সঠিক উত্তর: (গ)
২৪১. | অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোর আকার কেমন? |
Ο ক) | V, L ও J আকার |
Ο খ) | V, L ও M আকার |
Ο গ) | M, N ও L আকার |
Ο ঘ) | I, L ও N আকার |
সঠিক উত্তর: (ক)
২৪২. | কোষের স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় রাখতে প্রয়োজন কোন বিভাজন প্রক্রিয়া? |
Ο ক) | অ্যামাইটোসিস |
Ο খ) | মাইটোসিস |
Ο গ) | মিয়োসিস |
Ο ঘ) | উপরের সবগুলো |
সঠিক উত্তর: (খ)
২৪৩. | অ্যানাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার কত ভাগে বিভক্ত? |
Ο ক) | ২ |
Ο খ) | ৩ |
Ο গ) | ৪ |
Ο ঘ) | ৫ |
সঠিক উত্তর: (ক)
২৪৪. | কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়? |
Ο ক) | প্রোফেজ |
Ο খ) | মেটাফেজ |
Ο গ) | এনাফেজ |
Ο ঘ) | টেলোফেজ |
সঠিক উত্তর: (ক)
২৪৫. | হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা পর্যবেক্ষণের জন্য উদ্ভিদের কোন অংশ সংগ্রহ করবে? |
Ο ক) | পরাগধানী |
Ο খ) | পাতা |
Ο গ) | মূল |
Ο ঘ) | ফল |
সঠিক উত্তর: (ক)
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: আদি কোষী জীবে সংগঠিত কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উক্ত জীব সরাসরি দুটি অপত্য জীবে পরিণত হয়। এক্ষেত্রে কোন জটিল পর্যায় অতিক্রান্ত হয় না। |
২৪৬. | উদ্দীপকের বিভাজন প্রক্রিয়ার নাম কী? |
Ο ক) | অ্যামাইটোসিস |
Ο খ) | মাইটোসিস |
Ο গ) | মিয়োসিস |
Ο ঘ) | উপরের কোনটি নয় |
সঠিক উত্তর: (ক)
২৪৭. | এ বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য – i. নিউক্লিয়াসের বিভাজন ঘটে ii. সাইটোপ্লাজমের বিভাজন ঘটে iii. নিউক্লিয়াস সরাসরি দ্বিধাবিভক্ত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)